জগন্নাথপুর থানা থেকে আ’লীগের তিন নেতাকে ছেড়ে দেয়ার অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫, ৬:১৫:২৭ অপরাহ্ন

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে থানা হাজত থেকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। গতকাল মঙ্গলবার থানা ভবনের সামনে দাঁড়িয়ে ছাত্রদল সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতাকর্মী লাইভে এই অভিযোগ করেন।
এছাড়া, গতকাল বিকেলে জগন্নাথপুর উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের নিকট একই অভিযোগ করেন।
তবে পুলিশ অভিযোগটি অস্বীকার করেছে। ছাত্রদল নেতাকর্মীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, জগন্নাথপুর থানা পুলিশ সোমবার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাব খান, দপ্তর সম্পাদক রাসেল মিয়া ও সদস্য সুহেল মিয়াকে গোয়ালাবাজার থেকে আটক করে জগন্নাথপুর থানায় নিয়ে আসে।
গতকাল বেলা আড়াইটার দিকে তাদেরকে পুলিশ ছেড়ে দেয়। এঘটনায় ছাত্রদল নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সামছুল ইসলাম জাবির বলেন, পুলিশ মোটা অংকের উৎকোচ গ্রহণের মাধ্যমে ‘ডেভিল’দের থানার কাস্টডি থেকে ছেড়ে দিয়েছে। এঘটনায় জগন্নাথপুরের ছাত্র-জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ জানান, পুলিশ কার ইন্ধনে এবং গত টাকার বিনিময়ে আসামিদের ছেড়ে দিয়েছে ছাত্র-জনতা জানতে চায়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আন্দোলনে নামবেন বলে তিনি হুঁশিয়ারি দেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুল ইমতিয়াজ ভূঁইয়া পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ওই তিন ব্যক্তি একটি মামলার আদালতের জামিনের রিকল জমা দিতে এসেছিলেন। তাঁরা জমা দিয়ে চলে গেছে। আমরা কাউকে আটক করেনি। ছাত্রদল নেতারা কেন এমন অভিযোগ করেছে তা জানি না।