দিরাইয়ে প্রবাসীর উপর হামলার ঘটনায় দুইজন গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫, ৬:২১:১৩ অপরাহ্ন

দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দিরাইয়ে প্রবাসী ও তার স্বজনদের উপর হামলাকারী দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রজনীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার হলিমপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র আতাউর রহমান ও একই গ্রামের মৃত আব্দুল বারিকের পুত্র মাহমুদুল।
জানা গেছে, দিরাই থানার উপপরিদর্শক নিউটন মৃধার নেতৃত্বে একদল পুলিশ গতকাল বিকেল ৩টায় স্থানীয় রজনীগঞ্জ বাজারে অভিযান চালায়। এসময় আতাউর ও মাহমুদুলকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত দু’জনই প্রবাসী রাসেল আহমদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।
গত রোববার দুপুরের হঠাৎ করে শ্রীনারায়ণপুরের সিরাজুলের নেতৃত্বে ১০/১৫ সন্ত্রাসী প্রবাসী রাসেল আহমদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ওই প্রবাসী রক্তাক্ত জখম হন। এসময় তাকে রক্ষায় স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের উপরও একই কায়দায় হামলা চালায়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
প্রবাসীর নিকটাত্মীয় হাফেজ এমরান হোসেন (৪০) গুরুতর আহত হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল ও হাসপাতালে প্রেরণ করা হয়। আর প্রবাসী রাসেলকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গত ১১ মে প্রবাসীর চাচার উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এতে তার বাম হাত ভেঙে যায়। তিনি ওসমানী হাসপাতালে টানা ১৬ দিন ভর্তি ছিলেন। হামলাকারীদের সবাই স্থানীয় আওয়ামী লীগের চিহ্নিত নেতা বলে এলাকাবাসী জানিয়েছেন। স্থানীয় বিশিষ্টজনেরা বিষয়টি আপসরফা করতে ব্যর্থ হন। এমনকি পুলিশের ডাকেও হামলাকারীরা বসতে রাজি হয়নি।
দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রবাসী ও তার স্বজনদের উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।