কমলগঞ্জে ২ ভাতিজিকে কুপিয়ে হত্যা করলেন চাচা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫, ৬:৩৩:২১ অপরাহ্ন

কমলগঞ্জ (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে শারমিন আক্তার (২৫) ও মাছুমা বেগম (২৩) নামে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা করলেন আপন চাচা মাসুক আলী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতদের মা হাজিরা বেগম (৪৫)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন ও মাছুমা কাঁঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, কাঁঠালকান্দি গ্রামের মাসুক আলীর সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আপন ভাই আবু মিয়ার। তাদের জমি সংক্রান্ত বিরোধে মামলা মকদ্দমাও চলছিল। গতকাল মঙ্গলবার বিকেলে আবু মিয়ার জমিতে জোরপূর্বক চাষাবাদ করতে যান মাসুক মিয়া। এ সময় আবু মিয়া তার স্ত্রী সন্তান নিয়ে বাঁধা দিলে মাসুক মিয়া ও তার লোকজন ধারালো দাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করেন। হামলাকারীরা দা দিয়ে শারমিন আক্তার, মাছুমা বেগম ও হাজিরা বেগম কুপিয়ে রক্তাক্ত আহত করেন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, আহত তাদের মা হাজিরাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাচা মাসুক মিয়ার দায়ের কুপেই দুই বোন নিহত হয়েছেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছে।