অবশেষে মাথিউরা ইউপিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫, ৩:৪৮:০৭ অপরাহ্ন

বিয়ানীবাজার (সিলেট) থেকে সংকাদদাতা ঃ অবশেষে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন পরিষদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। গত ১৯ মে স্থানীয় সরকার বিভাগ থেকে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করায় চেয়ারম্যানের পদ শূন্য হয়ে পড়ে। এ অবস্থায় জনসাধারণের ভোগান্তি দূর ও সেবা প্রদানের লক্ষ্যে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মবিন হাইকে দায়িত্ব প্রদান করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৪ জুন (বুধবার) বিয়ানীবাজার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে মাথিউরা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করেন। এর আগে গত ২০ মে স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করার পর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে জটিলতা তৈরি হয়।
ইউনিয়ন পরিষদের ৬জন সদস্য সিলেটের জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান-১ ও আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন প্রশাসনের অনুমতি না নিয়ে জোরপূর্বক দায়িত্ব পালন করছেন। সেই সময় আলতাফ হোসেনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ অবস্থা নিরসনের জন্য জেলা প্রশাসকের নির্দেশে গত ২৪ মে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি গত ২৮ মে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তাফা মুন্না বলেন, ‘জনসাধারণের দুর্ভোগ লাঘবে এবং নাগরিক সেবা অব্যাহত রাখতে তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মাথিউরা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মবিন হাইকে নিয়োগ দেয়া হয়েছে।’