গরুর হাটে চাঁদাবাজি করলে আইনগত ব্যবস্থা : সিলেটের পুলিশ সুপার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫, ৩:৫৭:৫৫ অপরাহ্ন

ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, গরুর হাটে নির্বিঘ্নে বেচাকেনা করতে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ মাঠে কাজ করছে। বাজারে কেউ চাঁদাবাজি করলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে। কোন ক্রেতা বিক্রেতার কাছে কেউ চাঁদা দাবি করলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে জানাবেন। পবিত্র ঈদ উল আজহার ছুটিতে মানুষ যাতে বাড়িতে নির্বিঘ্নে যেতে পারে এ জন্য রাস্তার শৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সব ধরনের শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি গতকাল বুধবার বিকালে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে গরুরহাট পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম, ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া, ওসি তদন্ত এসএম মাহমুদ হাসান রিপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, বাজার ইজারাদারের পক্ষে সুহেল মিয়া প্রমুখ।