কমলগঞ্জে ২ ভাতিজির হত্যাকারী চাচা আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫, ৪:৪৮:২৭ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুরের দক্ষিণ কাঁঠালকান্দি এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা কারী মাসুক আলী (৫২) কে আটক করছে পুলিশ। গত বুধবার বিকাল সাড়ে ৫টায় আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে আটক করা হয়।
হত্যার ঘটনায় নিহত শামিমা সুলতানা শারমিনের স্বামী আব্দুস শহীদ গত মঙ্গলবার রাতে মাসুক আলীসহ ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির এর নেতৃত্বে এসআই আব্দুস শহীদ, এএসআই হামিদসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে হত্যাকারী প্রধান আসামী চাচা মাসুক আলীকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে প্রতিদিনের মতো শারমিন ও মাসুমা নিজ ধানি জমিতে কাজ করতে গেলে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আপন চাচা মাসুক আলী, তার ছেলে বাবু আহমেদ ও স্ত্রী রাহেনা বেগম কোন কিছু না বলেই পেছন থেকে দেশীয় অস্ত্র দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে দুই বোনকে হত্যা করে। হত্যাকারীদের দা এর কোপে শারমিনের দু’হাতের কব্জি ও মাসুমার এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় তাদের মা হাজিরা বেগম তাদের বাচাঁতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এখনও তার জ্ঞান ফিরেনি।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শামিমা সুলতানা শারমিন এর স্বামী আব্দুস শহীদ হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পরই পরই হত্যাকরীকে আটক করা হয়েছে। মামলার বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।