শায়খে কৌড়িয়ার ছেলে হাফিজ শামসুদ্দিন আর নেই, কাল জানাজা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৫, ১১:০৫:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের প্রখ্যাত বুজুর্গ ও খলিফায়ে মাদানী শায়খ আব্দুল করিম কৌড়িয়া রাহ.-এর দ্বিতীয় ছেলে হাফিজ শামসুদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। আজ রোববার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় সিলেট নগরীর চৌকিদেখী এলাকাস্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আগামীকাল সোমবার (৯ জুন) বাদ জোহর সিলেটের চৌকিদেখী জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সিলেটের বিশ্বনাথের জামেয়া আব্বাসিয়া কৌড়িয়া সংলগ্ন ইসলামপুর (ইসলামাবাদ) গ্রামে পারিবারিক করবস্থানে তাঁকে দাফন করা হবে। মরহুমের ভাগ্না হাফিজ সালমান আহমদ সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
মরহুম হাফিজ শামসুদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি দীর্ঘ প্রায় ২৮ বছর প্রবাসে ছিলেন। দীর্ঘদিন ছিলেন চৌকিদেখী জামে মসজিদের ইমাম। তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব আল্লামা উবায়দুল হক রাহ.-এর বেয়াই।
হাফিজ শামসুদ্দিন আহমদের মৃত্যুতে সিলেটের আলেম-সমাজে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর শুনে তাঁর ছাত্র ও সহকর্মীসহ অনেকেই তাঁকে একনজর দেখতে ছুটে যান চৌকিদেখীর বাসায়। এ সময় সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।