ছাতকে নিখোঁজের ৩ দিনপর পাটক্ষেত থেকে লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ১১:৪৪:৪৬ অপরাহ্ন

জাউয়া বাজার (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশে পাট ক্ষেতে ভাসমান অবস্থায় আব্দুল কাহার (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। গত ৮ জুন রোববার সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ার পাড় গ্রামের মৃত রশিদ আলীর পুত্র আব্দুল কাহার গত ৫ জুন বৃহস্পতিবার বিকেলে বাজারে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে না এসে নিখোঁজ হন।
পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর ঈদের পরের দিন ৮ জুন রোববার সকালে নিখোঁজ মোঃ আব্দুল কাহারের মরদেহ বাড়ির পাশে পাট ক্ষেতে ভেসে ওঠে। আব্দুল কাহারের মেয়ের জামাই আব্দুর রাজ্জাক পাট ক্ষেতের পানিতে লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেন।
পরে ছাতক থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সুনামগঞ্জ মর্গ থেকে ময়না তদন্ত শেষে গত রোববার এশার নামাজের পর বাড়িতে জানাজার নামাজ শেষে তার মরদেহ দাফন করা হয়।
এ ঘটনায় ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত ) রঞ্জন কুমার ঘোষ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।