মৌলভীবাজারে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ১২:১১:১৫ অপরাহ্ন

ডাক ডেস্ক : মৌলভীবাজার জেলার জুড়ীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। আমাদের জুড়ী (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জুড়ী উপজেলার বাবুল ব্রীকস এর স্বত্বাধিকারী ও জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবুল আহমেদ বাবু (৬০) ও তাঁর ১৮ বছরের মেয়ে পানিতে ডুবে মারা গেছেন। গত সোমবার বিকেলে নিজ বাড়ীর পুকুরে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। নিহত মেয়েটির নাম হালিমা মোহাম্মদ (১৮)। তার ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
জানা যায়, বাবুল আহমেদ বাবু পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে তিনি নিজ বাড়ীতে বেড়াতে আসেন। সোমবার নিজ বাড়ীর পুকুরের পানিতে বিকেল ৪ টার দিকে মেয়েকে সাঁতার শেখাতে নামেন তিনি। সাঁতার শেখানোর এক পর্যায়ে হাত ফসকে মেয়ে পুকুরের পানিতে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে ডুবে মারা যান। পরে আত্মীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত বাবুল আহমদ বাবুলের তিন মেয়ে এক ছেলের মধ্যে নিহত হালিমা দ্বিতীয়।
এদিকে, একসাথে বাবা ও মেয়ের মৃত্যুর খবরে পুরো এলাকা জুড়ে চলছে আহাজারি। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান নিহতের বাড়ীতে এসে পরিবারকে সান্ত¦না দেন। এছাড়া আত্মীয় স্বজনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন সান্ত্বনা জানাতে বাড়ীতে ভিড় করছেন।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি (তদন্ত) জহিরুল হক বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ছাতকে পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জাউয়া বাজার (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা। তিনি জানান, নিহত শিশুটি দেবের গাঁও গ্রামের হোসেন আহমদের পুত্র। একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আঙ্গুর মিয়া জানান, গত ৬ জুন শুক্রবার বিকাল অনুমান সাড়ে ৫টায় বাড়ির পিছনের পুকুরে সবার অজান্তে পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হক পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে, জুড়ী (মৌলভীবাজার) থেকে আমদের সংবাদদাতা জানান, জুড়ীতে পৃথক ঘটনায় পানিতে পড়ে শিমা আক্তার(১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৬ জুন শুক্রবার বিকেলে উপজেলার পূর্ব হরিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিমা আক্তার ওই গ্রামের বশির মিয়ার ছোট মেয়ে। সে মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বন্যার পানি দেখতে ঘরের সামনে বের হয়। হঠাৎ পা পিছলে বন্যার পানিতে পড়ে গেলে স্রোতে নিখোঁজ হয়ে যায় সে। প্রায় ১ ঘন্টা পর পানিতে তার লাশ ভেসে উঠে। তাকে উদ্ধার করে জুড়ী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিমাকে মৃত্যু ঘোষণা করেন। জুড়ী থানার ওসি মোরশেদুল আলম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, হঠাৎ সে পা পিছলে বন্যার পানিতে পড়ে ডুবে যায়।