ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় ২৬৫ মরদেহ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ১২:৪২:৩৬ অপরাহ্ন

ডাক ডেস্ক : ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ২৬৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে, শুক্রবার এক বিবৃতিতে ভারতের এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) জানায়, গুজরাট সরকারের ৪০ জন সদস্যের সহায়তায় ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছে। এটি ঘটনাস্থলের কাছেই এক চিকিৎসকদের হোস্টেলের ছাদ থেকে পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ব্ল্যাক বক্সে বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিনের পারফরম্যান্স, ককপিটের কথোপকথনসহ গুরুত্বপূর্ণ ডেটা রেকর্ড থাকে। সাধারণত এটি উজ্জ¦ল কমলা রঙের হয়, যেন ধ্বংসস্তূপের মধ্যেও সহজে শনাক্ত করা যায়।
এই বিধ্বস্ত বোয়িং ড্রিমলাইনারটি ১২ বছর আগে তৈরি হয়েছিল। দুর্ঘটনায় পড়ার সময় এতে ২৪২ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে কেবল একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রাণে বেঁচেছেন।
এদিকে, গতকাল শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান নরেন্দ্র মোদি। এসময় বিমান বিধ্বস্তে নিহতের পরিবার ও আহত মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তিনি। এ ছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পাটেলও ঘটনাস্থল পরিদর্শনে যান।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে দুই পাইলট ও ১০ ক্রু’সহ ২৪২ আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদ বিমানবন্দর ছেড়ে যায় এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার মডেলের ফ্লাইট এআই ১৭১ উড়োজাহাজটি।
উড্ডয়নের ৩০ সেকেন্ড পরেই বিমানটি আছড়ে পড়ে এক মেডিকেল ছাত্রাবাসে। বিমানের যাত্রীদের মধ্যে ভারতীয় ছিলেন ১৬৯ জন আর ব্রিটিশ নাগরিক ছিলেন ৫৩ জন।
এ ছাড়াও ছিলেন একজন ক্যানাডীয় ও ৭ জন পর্তুগীজ নাগরিক। যাত্রী তালিকায় ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী।
আহমেদাবাদ বিমানবন্দরের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিমানটি স্বাভাবিকভাবেই রানওয়ে ধরে ছুটে যায় এবং উড্ডয়নের সময়ও কোনও অস্বাভাবিকতা ছিল না। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই এটি কাক্সিক্ষত উচ্চতা অর্জন করতে না পেরে দ্রুত নিচের দিকে নেমে আসে। দ্রুত তা একটি মেডিক্যাল কলেজের ডাক্তারদের হোস্টেলে সজোরে আঘাত করে।
জানা গেছে, মরদেহ শনাক্তের জন্য চলছে নিহতদের ডিএনএ পরীক্ষা, যা সম্পন্ন হবার পর স্বজনদের হাতে ফিরিয়ে দেয়া হবে।