গোলাপগঞ্জের কৈলাসটিলা গ্যাস কূপ পরিদর্শন
বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ সম্ভব নয় : জ্বালানি উপদেষ্টা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ১২:৪৮:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বাসাবাড়িতে গ্যাস সংযোগ করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ, এতে খরচের পরিমাণ বেড়ে যায়। সম্ভব হলে ঢাকায়ও আবাসিকে গ্যাস বন্ধ করে দিতেন বলেও জানান তিনি।
গতকাল শুক্রবার গোলাপগঞ্জের কৈলাশটিলা গ্যাস কূপ পরিদর্শন শেষে এসব কথা বলেন ফাওজুল কবির খান।
দেশের যেসব এলাকায় গ্যাস উৎপাদন হয়, সেসব এলাকার বাসিন্দাদের গ্যাস সিলিন্ডারে সরবরাহ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা একটা ব্যবস্থা করছি। সেটা হচ্ছে যেসব এলাকায় গ্যাস উৎপাদন হয়; সেসব এলাকায় স্বল্প মূল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছি। প্রাইভেট সিলিন্ডার যে রকম ১ হাজার ৪৫০ টাকা; আর আমরা যে গ্যাস সিলিন্ডার দেব সেগুলো ৮০০ টাকা। এখনই ইমিডিয়েট দেওয়া হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘একসময় গ্যাসের ব্যবহার ছিল না। তখন বাসাবাড়িতে গ্যাস দেওয়া হয়েছে। এখন এলপিজি এসে গেছে এবং আমরা এলপিজির দামও কমানোর চেষ্টা করছি। সামনে থেকে কিন্তু বাসাবাড়িতে এলপিজি ও শিল্পকারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হবে।’
ফাওজুল কবির খান আরও বলেন, ‘দেশে প্রচুর গ্যাস আমদানি করতে হয়। সেটি কীভাবে কমানো যায়, সেটার চেষ্টা চলছে। একটা সমস্যা হচ্ছে, আমাদের দেশে প্রায় প্রতিবছর ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমছে। সেই তুলনায় আমরা যেটা নতুন অ্যাড করতে পারছি, সেটি বড়জোর ৬০ থেকে ৭০ সিএফটি। এর ফলে ঘাটতি কমাতে গ্যাস আমদানি করতে হচ্ছে।’
ভোলা অঞ্চলে নতুন কূপ খনন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘গ্যাস অনুসন্ধানের কাজ চলমান। আমরা এ জন্য স্পেসিফিক সার্ভে করছি। আমাদের চেষ্টা থাকবে যত বেশি ডোমেস্টিক গ্যাস পাওয়া যায়।’
গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পড়ে থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এর কারণ হচ্ছে আমাদের অ্যাকসেস ক্যাপাসিটি আছে, যা প্রয়োজন নাই তার থেকে বেশি বিদ্যুৎকেন্দ্র করা হয়েছে। গ্যাসের সরবরাহের কথা বিবেচনা না করে এগুলো করা হয়েছে।’
তিনি বলেন, যে বিদ্যুৎকেন্দ্র গ্যাস ব্যবহারে বেশি এফিশিয়েন্ট, সেটাকে আমরা চালানোর চেষ্টা করছি। আমাদের যেহেতু গ্যাস সীমিত, সেটি দিয়ে আমরা চালানোর চেষ্টা করতেছি। আর সব বিদ্যুৎকেন্দ্র তো এক নয়।’
এ সময় সিলেটের দুটি গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন মোট ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বলেও জানান উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।