বিশ্বম্ভরপুরে মরিচক্ষেতে মিললো গ্রেনেড, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ১:৪০:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ এলাকায় একটি মরিচক্ষেত থেকে পুরনো মডেলের একটি সক্রিয় গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার এটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কৃষক সাব্বির আহমদ তার জমিতে কাজ করার সময় মাটির নিচে ধাতব বস্তÍুটি দেখতে পান। প্রথমে তিনি বিষয়টি স্থানীয়দের দেখান। পরে সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশকে।
বিশ্বম্ভরপুর থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং বিষয়টি শান্তিগঞ্জ সেনাবাহিনীর কাছে জানানো হয়। পরে গতকাল শুক্রবার দুপুরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।
মরিচ ক্ষেতের মালিক সাব্বির আহমদ বলেন, আমার সবজি ক্ষেতে কাজ করছিল একজন শ্রমিক। মাটির কাজ করার সময় হঠাৎ মাটিতে শক্ত কিছু পড়তে দেখেন। তিনি দামি জিনিস মনে করে মাটি থেকে তুলে আমার কাছে নিয়ে আসে। আমি জিনিসটি দেখে সন্দেহ করি। সাথে সাথে বিশ্বম্ভরপুর থানাকে অবগত করি। পুলিশের পরামর্শে গ্রেনেড সাদৃশ্য জিনিসটি মাটিতে চাপা দিয়ে রাখা হয়। সেনাবাহিনী এসে সেটির কার্যকারিতা নষ্ট করেন।
শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল আল হোসাইন জানান, উদ্ধার হওয়া বস্তÍুটি ক-৩৬ বা গ-৩৬ মডেলের একটি সক্রিয় গ্রেনেড, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হতো। এটি দীর্ঘদিন মাটির নিচে চাপা ছিলো অথবা অন্য কোনোভাবে এখানে এসেছে। আমরা সেটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছি।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুখলেছুর রহমান বলেন, কৃষক সাব্বির আহমদের মরিচক্ষেতে গ্রেনেডটি দেখতে পেয়ে তিনি আমাদের জানান। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেনাবাহিনীকে বিষয়টি জানাই।