সুনামগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে কিশোরের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৭:২৭:৫৩ অপরাহ্ন

ডাক ডেস্ক : সুনামগঞ্জ সদরে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ঘরে থাকা ১৪টি ছাগলও পুড়ে মারা গেছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার টুকেরঘাট (বাগানবাড়ি) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম সুন্দর আলী (১৫)। সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের গোলাপ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, যে বাড়িতে ঘটনাটি ঘটেছে, সেটি একজন ফ্রান্সপ্রবাসীর। বাড়িটি দেখাশোনা করার জন্য দু’জন থাকতেন। সুন্দর আলী সেখানে কাজে যায়। পুকুরের পানি সেচ দেওয়ার জন্য একটি পাম্প নিয়ে গিয়েছিল সে। রাতে সে বাড়ির পুকুরপাড়ের একটি ঘরে ঘুমিয়েছিল। ওই ঘরে ছাগলও রাখা ছিল। দিবাগত রাত দুইটার দিকে ঘরে আগুন দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান এবং ঘরের ভেতর থেকে দগ্ধ হওয়া সুন্দর আলীর মৃতদেহ উদ্ধার করেন।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার সোহেল রানা বলেন, ‘মরদেহটি খাটের ওপর পাওয়া গেছে। আমরা মরদেহটি উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছি।’ তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তাদের ধারণা।
সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক দাস বলেন, ঘরে আগুন লাগার সময় পাশের ঘরে থাকা দুই ব্যক্তি বের হয়ে যেতে পারলেও সুন্দর আলী বের হতে পারেনি। এতে তার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।