দোয়ারাবাজারে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৭:২৯:১৭ অপরাহ্ন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দোয়ারাবাজারে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লম্পট ভাতিজার দায়ের কোপে প্রাণ হারিয়েছেন চাচি রোকশানা আক্তার (৩৫)। এসময় নিহত রোকশানা আক্তারের ৪ বছরের শিশু কন্যা আহত হয়। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এ খুনের ঘটনা ঘটে। রোকশানা আক্তার ওই গ্রামের ফিরিজ আলীর স্ত্রী। ঘাতক জসিম উদ্দিনকে (২৬) সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লম্পট জসিম তার চাচি রোকশানা আক্তারকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। শুক্রবার রাতে কুপ্রস্তাবে রাজি না হলে ক্ষিপ্ত জসিম রোকশানা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এসময় চিৎকার শুনে স্থানীয়রা রোকশানাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তোফ্হা আক্তার নামে নিহতের চার বছর বয়সী এক শিশু কন্যা আহত হয়। রোকসানা আক্তারকে উত্ত্যক্তের ঘটনায় ইতিপূর্বে বখাটে লম্পট জসিমের বিরুদ্ধে সালিশ বিচার হয়েছিল বলে জানান স্থানীয়রা। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাতক জসিমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।