কোম্পানীগঞ্জে সমাবেশ ঘিরে বিএনপিতে বিভেদ ভুলে ঐক্যের সুর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৫, ১:০৪:৫৯ অপরাহ্ন

আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ থেকে : রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ আজ। বিকেল ৪টায় থানা সদর স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ আহমদ সিদ্দিকী। এছাড়া জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন। সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন।
এদিকে, সমাবেশকে ঘিরে উপজেলা বিএনপির বিবদমান পক্ষগুলোর নেতাকর্মীরা একাট্টা হয়েছেন। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
সমাবেশ সফল করতে বিবদমান পক্ষগুলোর নেতারা একত্রে বসেছেন। সমাবেশস্থল পরিদর্শন করেছেন।সমাবেশে জনসমাগম ঘটাতে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন।
দলীয় সূত্র জানায়, ৫ অগাস্টের পর এই প্রথম উপজেলা বিএনপির উদ্যোগে বড় কোনো সমাবেশ হতে যাচ্ছে। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই সমাবেশে ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীরা যোগ দেবেন।
উপজেলার বর্তমান ও সাবেক নেতাকর্মীরা এ সমাবেশ সফল ও সুশৃঙ্খল করতে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের নিয়ে পরিকল্পনা করেছেন, বৈঠক করেছেন।
সমাবেশ ঘিরে থানা সদর স্কুল মাঠে প্যান্ডেল নির্মাণের কাজ শেষ হয়েছে। উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। সমাবেশ সফল ও রেকর্ড সংখ্যক নেতাকর্মী উপস্থিতি নিশ্চিত করতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠন দফায় দফায় প্রস্তুতিমূলক সভা, প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন।
উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আবুল বাশার বাদশা ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন জানান, সমাবেশে তাদের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ থাকবে।
সমাবেশ সফল করতে যুবদলের নেতাকর্মীরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করেছেন বলে জানান উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমদ বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের পর উন্মুক্ত পরিবেশে থানা সদর স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশের মাধ্যমে উপজেলার নেতাকর্মীরা উজ্জীবিত হবেন।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী আকবর বলেন, ‘গ্রুপিং থাকতেই পারে। তবে কেউ দলীয় শৃঙ্খলার বাইরে নয়। ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে সমাবেশ ঘিরে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। সবার চেষ্টায় একটি সফল সমাবেশ হবে।’
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল বলেন, ‘সাংগঠনিক বিরোধ আছে, সাংগঠনিকভাবেই সমাধান হবে। তবে সমাবেশ সফল করতে সকল বিভেদ ভুলে সবাই এক হয়েছেন।’
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. কামাল হোসেন বলেন, ‘কোম্পানীগঞ্জে বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে, এটা কোম্পানীগঞ্জের রাজনীতিতে ইতিবাচক ফল বয়ে আনবে।’
প্রসঙ্গত, ২০২২ সালের ১৮ মার্চ জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গিরদার এবং সম্মেলন ও কাউন্সিল– এর প্রধান নির্বাচন কমিশনার আব্দুল গফফার এডভোকেট কর্তৃক অনুমোদিত ও ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি নিয়ে উপজেলা বিএনপির অন্তঃকোন্দল সৃষ্টি হয়। এনিয়ে বিএনপি দুই গ্রুপে বিভক্ত হয়। পরস্পর বিরোধী কর্মসূচিতে দুটি গ্রুপের মাঝে উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়।