শাবিতে ইংলিশ স্কলার্স হান্টের গ্র্যান্ড ফাইনাল : ‘ভবিষ্যতের জন্য প্রস্তুত হও’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ১২:৫৯:০৮ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেট বিভাগের স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতা ইংলিশ স্কলার্স হান্ট-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইংরেজি বিষয়ে সচেতনতা তৈরি ও তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে এ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সিলেটের ৮০টি প্রতিষ্ঠানের ২ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইংলিশ স্কলার্স হান্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইসমাইল হোসেন।
এ সময় তিনি বলেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে ও নিজেদের আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করতে ইংরেজি ভাষাজ্ঞান অপরিহার্য। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড ভিশনের সিলেট ডিভিশনের সিনিয়র ম্যানেজার কাজল এ. দ্রং এবং বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালিদ আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইংলিশ স্কলার্স হান্টের আহ্বায়ক নাবিলা মেহজাবিন।
অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সানজিদা চৌধুরী, শাবিপ্রবির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. রাজিক মিয়া এবং লিডিং ইউনিভার্সিটির আর্ট অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ অনুষদের ডিন ড. রেজাউল করিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংলিশ স্কলার্স হান্টের কমিউনিটি ম্যানেজার তানভীর মাহমুদ ও তাহমিদা ফাতেমা চৌধুরী নিভিতা।
এ সময় উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইফ আহমদ, লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান শাম্মী আকতার, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জিয়াউর রহমান টিটু, স্কাইলার্ক ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী তাহিয়া তালবিয়া মীম, ইংলিশ স্কলার্স হান্টের কো-কনভেনার মাহমুদুল হাসান তানিম, ইংলিশ স্কলার্স হান্টের অ্যাসোসিয়েট কনভেনার উম্মে লাবিবা, স্পনসরশীপ ম্যানেজার এহসানুল হক, লজিস্টিক ম্যানেজার আলী আব্দাল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসিবুল ইসলাম নাফিস, অপারেশন সাপোর্ট ম্যানেজার সাবিহা সিদ্দিকা, পার্টিসিপেন্ট কো-অর্ডিনেটর দীপান্বিতা সেন হিয়া, তাকিয়া জান্নাহ ও শাহরিয়ার আহমদ প্রমুখ।
গ্র্যান্ড ফাইনালে বাছাইপর্ব থেকে উত্তীর্ণ ৩৫০ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। ‘সিনিয়র স্কলার্স’ ও ‘জুনিয়র স্কলার্স’—এই দুই ক্যাটাগরিতে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। ধাপে ধাপে প্রতিযোগিতা শেষে দুই ক্যাটাগরি থেকে মোট ৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
বিজয়ীরা হলেন জুনিয়র ক্যাটাগরিতে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সৈয়দা জারিন তাসনিম, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আয়াত জামান, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ আয়াত আপ্তাবুন ইসলাম।
সিনিয়র ক্যাটাগরিতে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের আদিয়ান আবদুল্লাহ, মেহেদী মেরাজ ও স্কলারস হোম, মেজরটিলা স্কুল এন্ড কলজের সাদিয়া ইসলাম মীম। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।