শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৭:১৩:৪১ অপরাহ্ন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ইকোনমিক ফিশারিজ এবং দি ইকোনমিক ফার্মেসির পরিচালক সুরজিত দাস গোপাল।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার জেটি রোডে ইকোনমিক ফিশারিজে এই ঘটনা ঘটে। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
ইকোনমিক ফিশারিজের ম্যানেজার ধনঞ্জয় রায় জানান, প্রতিদিনের মতো তিনি সকাল সাড়ে ৭টা-৮টার দিকে মাস্টারপাড়া আবাসিক এলাকায় অবস্থিত তার নিজ বাসা থেকে হেঁটে হেঁটে ফিশারিজে আসেন। পরে দুপুরের দিকে অনেক খোঁজাখুজির পর তাকে পুকুর পাড়ে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি।
তখন আমি গিয়ে তাকে ধরা মাত্রই হাতে বিদ্যুতের শক লাগে। এরপর আমরা দ্রুত ওনাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তার শরীরের একটি অংশ বিদ্যুতের শকে মারাত্মক জখম হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন বলেন, সুরজিত দাসকে মৃত অবস্থাতেই আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল।
সুরজিত দাস গত কয়েকবছর আগে শ্রীমঙ্গল উপজেলা এবং মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে সম্মাননাপত্র এবং ক্রেস্ট অর্জন করেন। সুরজিত তিন কন্যা সন্তানের পিতা। দি ইকোনমিক ফার্মেসির অপর পরিচালক রাখাল দাস এবং চম্পক দাস তার দুই ভাই।
তার শেষকৃত্য অনুষ্ঠান গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২ টায় শ্রীমঙ্গল পৌর শ্মশানে অনুষ্ঠিত হয়।