এবার রোহিঙ্গাদের ঠেলে বাংলাদেশে পাঠাচ্ছে বিএসএফ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৫, ৯:৫০:২৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্ত দিয়ে আরো ৩১ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)। এদের মধ্যে ১৪ জনই রোহিঙ্গা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত সময়ে তাদের পুশইন করানো হয়।
১৯ বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২৭ জুন) ভোরে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী গ্রাম দিয়ে ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ।
এর আগে বৃহস্পতিবার রাতে জৈন্তাপুরের লালাখাল বাগছড়া এলাকা দিয়ে ১৪ জন রোহিঙ্গাকে পুশইন করে। তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে তাদেরকে বিজিবি সদস্যরা আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক (এফডিএমএন) বলে নিশ্চিত করে ১৯ বিজিবি।
আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী, ৬ জন ছেলে শিশু রয়েছে।
তারা জানিয়েছে, গত ৫-৬ বছর পূর্বে টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে তারা পালিয়ে ভারতে গিয়েছিল।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, বিজিবি আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করেছে।