ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ‘ফল উৎসব’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫, ১২:৩৩:৫৩ অপরাহ্ন

ঐতিহ্যকে ধারণ করে জ্যৈষ্ঠ’র বিভিন্ন প্রজাতির ফল নিয়ে প্রথমবারের মতো ‘মৌসুমি ফল উৎসব’ এর আয়োজন করলো বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।
গতকাল শনিবার বিকেলে মধুবনস্থ নিজ কার্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন, আনারস, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলের সমাহার ছিল। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বি’র পরিচালনায় ফল উৎসবে আমন্ত্রিত অতিথিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাবেল।
উৎসবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, দৈনিক সিলেটের ডাক’র প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমান, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সুহেল, এনসিপি সিলেট জেলার আহবাক নাজিম উদ্দিন, এনসিপি মহানগরীর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মো: খায়রুল ইসলাম চৌধুরী, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, ইমজা সিলেটের সভাপতি আশরাফুল কবির, ইমজা সিলেটের সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিটু, সিলেট মহানগর স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, ছাতক পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জিটিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, দৈনিক কাজিরবাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার সিন্টুর রঞ্জন চন্দ, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আহবায়ক মাসুদ আহমদ রনি, যুগ্ম আহবায়ক মামুন হোসেন, সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা সাইফুদ্দিন। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সভাপতি- হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল, কার্যকরী সদস্য মো: আজমল আলী, সদস্য দুলাল হোসেন, শেখ আশরাফুল আলম নাসির, শাহ মো: কয়েস আহমদ, আনিস মাহমুদ, মাহমুদ হোসেন, ইকবাল মুন্সি, সুব্রত দাস, আব্দুল খালিক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বার্তা টুয়েন্টিফোর সিলেট প্রতিনিধি মোশাহিদ আলী, আজকের পত্রিকার রোম্মান আহমদ প্রমুখ।- বিজ্ঞপ্তি