ছাতকে নদীভাঙনে বিলীন হতে চলেছে রাম চন্দ্রপুর গ্রাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৫, ১২:৪৮:৩২ অপরাহ্ন

জাউয়াবাজার (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের গানুরা নদীর অব্যাহত ভাঙনের ফলে রামচন্দ্রপুর গ্রামটি নদী গর্ভে বিলীন হতে চলেছে। গ্রামের প্রায় ১শ’ পরিবারের প্রায় ৫ শতাধিক মানুষের বসবাস ছিল। কিন্তু, গত কয়েক বছর ধরে সুরমা নদীর উপনদী গানুরা নদীর অব্যাহত ভাঙনের ফলে গ্রামের অর্ধেকের বেশি ঘরবাড়ি, রাস্তা-ঘাট, ফসলি জমি, সবজি ক্ষেত, শ্মশানঘাট, কালা ছানবাড়ি মন্দির, গ্রাম্য ডাক্তারখানা, গণশিক্ষা কেন্দ্রসহ বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাম চন্দ্রপুর গ্রামের প্রায় সবাই দরিদ্র কৃষিজীবী মানুষ। অনেকেই বসতভিটা হারিয়ে বিকল্প কোন মাথা গোঁজার ঠাঁই না থাকায় দিশেহারা হয়ে পড়েছেন। তাই, গ্রামটির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নদীভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন গ্রামের দরিদ্র মানুষ।
দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর নদীভাঙনের বিষয়টি স্বীকার করে বলেন, গ্রামের অধিকাংশ মানুষই দরিদ্র। নদীভাঙণের কাছে তারা অনেকটাই অসহায়। গত বছর ধরে ওই গ্রাম এলাকায় নদীভাঙণ প্রকট আকার ধারণ করে। একটি/দুটি করে বাড়ি ক্রমশ নদীগর্ভে বিলীন হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উপজেলা প্রশাসনকে ফের বিষয়টি অবহিত করা হবে বলে জানান তিনি।