ভোলাগঞ্জে পরিবেশবান্ধব পর্যটনের লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ৩:২৮:১৩ অপরাহ্ন
পর্যটনে প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশবান্ধব আচরণ গড়ে তুলতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল ক্লাব এসএইউইসি এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহযোগিতায় “প্লাস্টিকমুক্ত ভোলাগঞ্জ: পরিবেশবান্ধব পর্যটন” বিষয়ে বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করে বলেন, ভবিষ্যতে এখানে একটি পূর্ণাঙ্গ প্লাস্টিক ডাম্পিং জোন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পরে “প্লাস্টিক দিন, গাছ নিন” শ্লোগানে ৫টি প্লাস্টিক বোতলের বিনিময়ে একটি করে গাছ বিতরণ করা হয়। এছাড়া, প্লাস্টিক বর্জ্য পরিষ্কার, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পরিচালিত হয়।
ক্যাম্পেইনে প্রায় ৬০ জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, শুধু সাদা পাথর নয়, সমগ্র দেশকে করতে হবে প্লাস্টিক দূষণমুক্ত। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণেই গড়ে উঠবে পরিবেশবান্ধব বাংলাদেশ।- বিজ্ঞপ্তি




