কোম্পানীগঞ্জের সালিশ ব্যক্তিত্ব আব্দুল হাসিমের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ১০:০৯:২০ অপরাহ্ন
ডাক ডেস্ক : কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাসিম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…….রাজিউন। বুধবার (৮ অক্টোবর) সকাল আটটায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় তাঁর নিজ এলাকা গৌরীনগর আল বারাকাহ মাদ্রাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
আব্দুল হাসিম অত্যন্ত প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। তিনি বেশ কিছুদিন অসুস্থ থাকার পর বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তাঁর একমাত্র ছেলে এখলাছুর রহমান বর্তমানে আমেরিকা প্রবাসী ও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি তাঁর পিতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।




