সিলেটে ইসলামী ছাত্রশিবিরের “সীরাত কনফারেন্স” অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ১১:২০:১৯ অপরাহ্ন
সিলেটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের “সীরাত কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে। সীরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে (কেমুসাস) ছাত্রশিবিরের সিলেট মহানগর শাখার উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
ছাত্রশিবির সিলেট মহানগরের সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে ও মহানগরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এসময় তিনি বলেন, “রাসুল (সাঃ) আমাদের জন্য উত্তম আদর্শ। রাসুল (সাঃ)-এর জ্ঞান ছিল মহাসমুদ্রের মতো। তা থেকে যতটুকু আমরা গ্রহণ করতে পারব, ততটুকুই আমাদের জন্য কল্যাণকর। মুসলমানদের রাসুল (সাঃ)-এর জীবনী অধ্যয়ন করতে হবে। ইসলামী আন্দোলনের মূল প্রাণশক্তি হচ্ছে রাসুলের সীরাত। যে রাসুলের সুন্নাহ অনুসরণ করে, সে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হয়।”
তিনি আরও বলেন, “আমরা যদি কুরআন এবং রাসুল (সাঃ)-এর সুন্নাহ দৃঢ়ভাবে ধারণ করতে পারি, তাহলে কস্মিনকালেও কেউ আমাদের পথভ্রষ্ট করতে পারবে না। রাসুলের জীবনী অনুসরণের মাধ্যমে মানুষের আত্মিক পরিবর্তন ঘটিয়ে সমাজকে গঠন করা সম্ভব। আমরা যদি রাসুল (সাঃ)-এর জীবন অনুসরণ করে সমাজ গঠন করতে পারি, তাহলে মানুষ আমাদের উপর আস্থা রাখবে।”
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমান, ছাত্রশিবির সিলেট মহানগরের সাবেক সভাপতি মাওলানা মাসুক আহমদ, এবং সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।




