সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৩৮ টি গাড়ি আটক ও ৭ টি মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২৫, ৮:৩২:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে একদিনে পুলিশের বিশেষ অভিযানে ৩৮ টি গাড়ি আটক ও ৭ টি মামলা করা হয়েছে। রোববার সকাল ও বিকেলের দুটি বিশেষ অভিযানে এগুলো আটক ও মামলা করা হয়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ সূত্রে জানা যায়, রোববার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টায় প্রথম শিফটে নগরের বিভিন্ন এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৩ ঘণ্টায় ২২ টি যানবাহন আটক ও ৫ টি মামলা করা হয়েছে। আটককৃত ২২ টি যানবাহনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা ১৪ টি, সিএনজি ১ টি, মোটরসাইকেল ৫ টি, পিকআপ- ১টি ও টেম্পু ১টি রয়েছে। আর ৫ টি মোটরসাইকেলের বিরুদ্ধে ৫ টি মামলা করা হয়েছে।
পরে এদিন বেলা ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিযানে ১৬ টি যানবাহন আটক ও ২ টি মামলা করা হয়েছে। আটককৃত যানবাহনের মধ্যে রয়েছে- ব্যাটারিচালিত অটোরিকশা ১৪টি, মোটরসাইকেল ২টি আর ১ টি মোটরসাইকেল ও ১টি পিকআপের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিষয়টি জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলবে।




