শ্রীমঙ্গলে কবুতর খেতে এসে ধরা পড়ল বনবিড়াল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ৬:৫২:০৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে কবুতর ধরতে এসে ফাঁদে ধরা পড়েছে একটি বনবিড়াল। আজ বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপনের বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিপনের বাড়ির কবুতর ঘরে প্রায়ই বন্য প্রাণী ঢুকে পাখি নিধন করছিল। বুধবার বিকেলে একটি বনবিড়াল কবুতর ধরতে ঢোকার পর ঘরে পাতা ফাঁদে আটকা পড়ে যায়। পরে বাড়ির লোকজন সেটিকে কৌশলে আটক করে স্থানীয়দের সহায়তায় খবর দেন বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনে।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দ্বীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বনবিড়ালটিকে নিরাপদে উদ্ধার করে পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তাস্তর করেন।
স্বপন দেব সজল জানান, এটি একটি পূর্ণবয়স্ক বনবিড়াল (Jungle Cat)। এরা সাধারণত ছোট পাখি, মুরগি বা ইঁদুর শিকার করে থাকে। বনাঞ্চল কমে যাওয়ায় এদের এখন প্রায়ই মানুষের বসতিতে দেখা যায়।”




