অধ্যাপক ড. মো. আব্দুর রহিমের মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির শোক প্রকাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ১০:৩৪:০৭ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জ্যেষ্ঠ শিক্ষক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক শোকবার্তায় শিক্ষক সমিতি জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে সার্বিক উন্নয়নে অধ্যাপক আব্দুর রহিমের অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন একজন গবেষক, লেখক ও প্রাজ্ঞ শিক্ষাবিদ। তাঁর কর্মনিষ্ঠা ও একনিষ্ঠ শিক্ষাদান চিরস্মরণীয় হয়ে থাকবে শাবি পরিবারের কাছে।
বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




