বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড সিলেটের সাবেক টিসিটি কর্মকর্তা মোহাম্মদ রইছ আলী আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪১:২৮ অপরাহ্ন
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড সিলেটের সাবেক টিসিটি কর্মকর্তা মোহাম্মদ রইছ আলী আর নেই। ইন্নালিল্লাহি ……রাজিউন। গতকাল বুধবার সকাল ১১ টায় সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ বার্ধক্যজনিত রোগে তিনি ভুগছিলেন।
তিনি দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার বাদ এশা নগরের শাহজালাল (র.) দরগা মসজিদে নামাজে জানাজা শেষে দরগা কবরস্থানে দাফন করা হয়।
নগরের বাগবাড়ী পশ্চিম কাজলশাহ নিবাসী মো. রইছ আলী সাংবাদিক আহমদ ইয়াসিন খানের বড় চাচা।




