বিশ্বনাথের দশঘর ইউনিয়নে অধ্যাপক আব্দুল হান্নানের মতবিনিময় সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ১১:১২:২২ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে রায়খেলী গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) বাদ মাগরীব গ্রামের বিশিষ্ট মুরব্বি মোহাম্মদ লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিলেট জেলা নায়েবে আমীর সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানী নগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা আমীর খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন. বিশ্বনাথ উপজেলা জামায়াতের মজলিসে শুরার অন্যতম সদস্য দেওকলস ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা মজলিসে শুরার অন্যতম সদস্য দেওকলস ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী শাামীম আহমেদ।
ওয়ার্ড সেক্রেটারী মো. দিদার মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দশঘর ইউনিয়ন জামায়াতের সহ- সভাপতি ডাঃ মনির উদ্দিন, সেক্রেটারী আবুল বশর, এসিস্ট্যান্ট সেক্রেটারী শহীদুল আজম।
মতবিনিময় সভার শুরুতে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ফয়জুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।




