সিলেটে ৪৯৮ বোতল ফেনসিডিলসহ আটক- ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৭:১১:৩০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের ওসমানীনগর উপজেলা থেকে ৪৯৮ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার রাতে উপজেলার দয়ামির ইউনিয়নস্থ ৫নং ওয়ার্ডের দয়ামির এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. আরিফ মিয়া (৪২) নরসিংদী সদরের কাউরিয়াপাড়ার মৃত তাহের মিয়ার ছেলে।
র্যাব-৯ জানায়, শুক্রবার রাতে সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নস্থ ৫নং ওয়ার্ডের দয়ামির এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট করাকালে একটি প্রাইভেট কার থামানো হয়। এসময় একজন কার থেকে পালানোর চেষ্টা করে। তখন তাকে পালানোর কারণ জিজ্ঞেস করলে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরবর্তীতে তার দেহ তল্লাশী করা কালে তার দেখানো এবং নিজ হাতে বাহির করে দেওয়া মতে তার হেফাজতে থাকা প্রাইভেটকারের পিছনের ডালার ভিতর একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২৫০ বোতল ফেনসিডিল এবং একটি খাকী রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২৪৮ বোতল সহ সর্বমোট ৪৯৮ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এই সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের প্রাইভেটকারও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আরিফকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক তাকে ও জব্দকৃত আলামত সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।




