জরুরী সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রতি অব্যাহত বৈষম্য আর সহ্য করা যায় না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ৪:২৭:৪৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : ‘বর্তমান অন্তর্র্বতী সরকার সিলেটের প্রতি সম্পূর্ণ উদাসীন। সিলেট-ঢাকা মহাসড়ক এখন যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। সংস্কার আর সম্প্রসারণ কাজের নামে আমাদেরকে নিয়ে টালবাহানা করা হচ্ছে। ট্রেন ও বিমান যোগাযোগ্য ব্যবস্থায় বৈষম্যের শিকার আমরা। সিলেটের প্রতি অব্যাহত বৈষম্য আর সহ্য করা যায় না।’ গতকাল শুক্রবার বিকেল ৩টায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, আগামীকাল রোববার সিলেট কোর্ট পয়েন্টে বেলা ১১ থেকে ১২টা পর্যন্ত ১ ঘণ্টার প্রতীকি ধর্মঘট পালন করা হবে। সেখান থেকে ১৫ দিনের সময় বেঁধে দেয়া হবে। এরমধ্যে কাজ না হলে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
তিনি সিলেটের মানুষের কষ্ট-দুর্ভোগের বাস্তব অবস্থা উপলব্ধি করতে প্রধান উপদেষ্টাকে সিলেট সফরের আহবান জানান। সিলেট-ঢাকা মহাসড়কের করুণ অবস্থা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, সংস্কার চলছে বছরের পর বছর, অথচ কোনো অগ্রগতি নেই। দিনের পর দিন মানুষ ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছেন। মানুষের সীমাহীন দুর্ভোগ, অর্থ-সময় নষ্ট, ব্যবসা-বাণিজ্যে ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অথচ সমস্যা সমাধানে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই।
সিলেটের সড়ক পথেই শুধু নয়, ট্রেন ও বিমান যোগাযোগ ব্যবস্থার অবস্থাও যাচ্ছেতাই উল্লেখ করে তিনি বলেন, সিলেটের পথে চলাচলকারী ট্রেনের কোচগুলো পুরনো এবং জরাজীর্ণ। ট্রেন সময় মতো আসেনা। ট্রেনের টিকেট পাওয়া আরো কঠিন।
কালোবাজারিরা অনলাইনে টিকেট ক্রয় করে নিয়ে পরে বেশি দামে সাধারণ মানুষের নিকট বিক্রি করছে। সিলেটের পথে ট্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে সাধারণ মানুষের টিকেট প্রাপ্তি সহজীকরণ করতে হবে। বিমানের ভাড়াও অস্বাভাবিক।
বিমানের টিকেট মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে এবং মনোপলি বাণিজ্য বন্ধ করতে হবে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ২০ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। আর সিলেট সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ মাত্র তিন কোটি টাকা। আওয়ামী লীগের ১৫-১৭ বছরের শাসনামল পার হয়ে গেলেও সিলেটের প্রতি ন্যায্য উন্নয়ন বরাদ্দ হয়নি জানিয়ে অন্তর্র্বর্তীকালীন সরকারও সেই একই পথে হাঁটছে উল্লেখ করে এই অবিচারের বিরুদ্ধে সিলেটের সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।




