বিশ্বনাথে হুমায়ুন ও লুনা দ্বন্দ্ব, বিরাজ করছে উদ্বেগ-আতংক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ৪:৩৫:৪৭ অপরাহ্ন
বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-২ আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী হুমায়ুন কবির ও তাহসিনা রুশদির লুনার পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধকে কেন্দ্রে করে বিশ^নাথে এখনো বিরাজ করছে উদ্বেগ ও আতংক। গত বৃহস্পতিবার রাতে বিশ্বনাথে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ বিবৃতি দিয়েছেন। ত্রয়োদশ নির্বাচন আসতে না আসতেই বিরোধ প্রকাশ্যে আসতে শুরু করে।
একদিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা ও অপর পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ও চায়ের আড্ডায় দু’জনের পক্ষে চলছে তুমূল আলোচনা।
এদিকে, নিজস্ব ভেরিভাইড ফেইসবুক আইডি থেকে বিবৃতিতে তাহসিনা রুশদির লুনা সবাইকে ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলার অনুরোধ জানিয়েছেন। সকল প্রকার সংঘর্ষ এড়িয়ে নিজেদের কাজ করুন। অন্যদিকে হুমায়ুন কবিরের বলয় থেকে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী বলেন, আমাদের দলের মনোনয়ন প্রত্যাশী দুই নেতাই দলের পরীক্ষিত নেতা। তবে দলীয় ইঙ্গিত হুমায়ুন কবিরের দিকেই যাচ্ছে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী দৈনিক সিলেটের ডাককে জানিয়েছেন, এ ঘটনায় কোন পক্ষ থেকে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়নি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি শৃংখলা বজায় রাখার জন্য জন্য তিনি সব মহলের সহযোগিতা কামনা করেছেন।




