সিলেটের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে যুবকের অনশনের সাথে এবার সড়ক অবরোধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৫, ৮:৪৫:২৮ অপরাহ্ন
সিলেটের সঙ্গে বৈষম্য কেন? এই স্লোগানে এক যুবকের অনশনের সাথে ৭ দফা দাবিতে এবার সড়ক অবরোধ করছেন বৈষম্যবিরোধী ছাত্রজনতারা। শনিবার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার সড়কে বিকেল ৫ টা থেকে শুরু হয় এই সড়ক অবরোধ। রাত সাড়ে ৮ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা সড়ক অবরোধে চলছে।
জানা যায়, সিলেটের জন্য বিশেষ বাজেট ঘোষণা করা, সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্ন করা সহ ৭ দফা দাবীতে গত বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অনশন কর্মসূচি শুরু করেন আব্দুল্লাহ মামুন সুজন নামের এক যুবক। এসময় থেকে এখনো পর্যন্ত তিনি অনশনে রয়েছেন। তার সাথে সমর্থন জুগিয়ে ইতিমধ্যে সিলেটের বেশ কয়েকটি সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তার সাথে অনশনেও বসেছেন অনেকে। এখন ঘণ্টার ৩ দিন পেরিয়ে গেলেও প্রশাসনের কোনো আশ্বাস না পাওয়ায় তারা এবার সড়ক অবরোধ শুরু করেছেন শনিবার বিকেল ৫ টা থেকে। রাত সাড়ে ৮ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তারা সড়কে অবরোধে রয়েছেন আর অনশনে রয়েছেন সুজন। সড়ক অবরোধের ফলে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়া লোকজন ভিন্ন পথ ব্যবহার করছেন।
আন্দোলনে থাকা বৈষম্যবিরোধী ছাত্রনেতা ইবরাহিম বলেন, আমাদের দাবী মেনে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক থেকে যাবো না। আমাদের ভাইয়ের অনশনের ৪৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। সে মারা গেলে কি তাদের টনক নড়বে? আমরা সিলেটের স্বার্থে এই দাবী নিয়ে আজ রাস্তায় নেমেছি। আমাদের এই যৌক্তিক দাবীগুলো মেনে নেওয়া হোক। প্রশাসনের নির্বিকার ভূমিকা আর মেনে নেওয়া যায় না।
এবিষয়ে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে বারবার ফোন দিলেও পাওয়া যায় নি।




