দিরাইয়ে নদীতে দুই নৌকায় মুখোমুখি সংঘর্ষ এক জেলে নিখোঁজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৫, ৫:১৭:১৪ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাইয়ে দুই নৌকায় মুখোমুখি সংঘর্ষে চন্দ্র সেন (৪৫) নামের একজন এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার চরনাচর ইউনিয়নের নোয়ারচর (সুরমা)নদীতে এ ঘটনাটি ঘটে।
নিখোঁজ চন্দ্র সেন (মনি) শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নের দাউদপুর গ্রামের উমেশচন্দ্র দাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন বলেন, হাওর থেকে জেলেরা বাড়ি ফিরছিলেন এমন সময় সুরমা নদীতে বালু খোয়ারি নৌকার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, এতে এক জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
এবিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিখোঁজের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।




