দিরাইয়ে মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৫, ৬:০০:৩৮ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি ও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায়রত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পৌর শহরের থানা পয়েন্টে এ মানববন্ধন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি।
দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাসের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক সূর্যসেন দাস পান্নার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক কামাল উদ্দিন, প্রীতি রানী দাস,আবুল খায়ের, আব্দুল কাদির, মাহমুদ হাসান অলেক, চন্দ্র সেন তালুকদার ,দীন ইসলাম সহ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির নেতৃবৃন্দ।




