সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
নগরে সুলভ বস্ত্রালয়ের সম্পত্তি জবরদখলের অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ২:১৯:৩০ অপরাহ্ন
ডাক ডেস্ক : জাল জালিয়াতি ও পেশীশক্তি ব্যবহার করে সিলেট নগরের প্রাচীনতম ব্যবসা প্রতিষ্ঠান সুলভ বস্ত্রালয়ের মালিকদের পারিবারিক সম্পত্তি দখলের অপচেষ্টা করছে একটি কুচক্রি মহল। প্রশাসনের কাছে এই বিষয়ে বারবার অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন প্রবাসী বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক সুলভ বস্ত্রালয় এর প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রউফের ছেলে ডক্টর এম এ মোশতাক। লিখিত বক্তব্যে তিনি বলেন, তাঁর পিতা আব্দুর রউফের কঠোর পরিশ্রমে ১৯৬২ সালে সুলভ বস্ত্রালয় নামে ব্যবসা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ১৯৯৯ সালে তার পিতার মৃত্যুর সময় সুলভ বস্ত্রালয়ে প্রায় ৭০ লাখ টাকার মূলধন এবং বিভিন্ন ব্যাংক একাউন্টে আরো ৫০ লাখ টাকা রেখে যান। একটি সংঘবদ্ধ চক্র তার ছোট ভাইকে প্ররোচিত করে সমস্ত অর্থ-সম্পদ লোপাট করে সম্পত্তি দখল করে তাদের অধিকার থেকে বঞ্চিত রেখেছে। প্রবাসী মোশতাক অভিযোগ করেন, সুলভ বস্ত্রালয়ের মূলধন লোপাট করে কুচক্রী মহল নিজেদের নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও জায়গা ক্রয় করেছে। এমনকি তার নিজের ক্রয় করা বেশ কয়েকটি দোকানের জামানত ও দোকান ভাড়ার টাকাও অবৈধভাবে আত্মসাৎ করেছে কুচক্রীরা। পীর মহল্লায় একটি বাসা দখল করে রেখেছে, এমনকি পৈতৃক সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করার অপচেষ্টা করছে। এতে অভিযোগ করা হয়, এই চক্রান্তের সাথে সরাসরি জড়িত রয়েছেন একটি মার্কেটের বর্তমান কমিটির সদস্যরা। তাদের হুমকিতে দেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে মোশতাক বলেন, দেশে এলে মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে। এ ব্যাপারে একাধিকবার সিলেট কোতোয়ালী ও এয়ারপোর্ট থানায় জিডি এন্ট্রিসহ মামলা দায়ের করেছেন। ২০১৭ সাল থেকে বিভিন্ন সময় পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর অভিযোগ করেও প্রতিকার পাননি। তিনি অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়ে তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। সংবাদ সম্মেলনে এম এ মোশতাকের সহধর্মিণী নানছি বেগম, ছোট ভাই বাবু মেহবুব, সাবু মাহমুদ, বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন আহমেদ, বারিস্টার ফয়েজ আহমেদ, এডভোকেট মো. শাহজাহান, তারেক আহমেদ, আবুল হাসনাত শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।




