সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় গ্রেফতার- ৬৭
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ৭:২২:৪৩ অপরাহ্ন
সিলেট নগরে পুলিশের বিশেষ অভিযানে গত ৩২ ঘণ্টায় ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিভিন্ন ভারতীয় পণ্য আটক করা হয়েছে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, কুখ্যাত ছিনতাইকারী, চোরাকারবারী, নিয়মিত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপে জড়িত, জুয়াড়ি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এসময় উদ্ধার করা হয়েছে ইয়াবা ৪৩৭ পিস, গাঁজা ৪০০ গ্রাম, ভারতীয় চকলেট ৯০৪ পিস, সাবান ৩৬৩ পিস, নাছির বিড়ি ৪ লাখ ২০ হাজার পিস। এসময় একটি গাড়ি আটক করা হয়েছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




