পর্যায়ক্রমে সব থানায় সম্প্রসারিত হবে ॥ এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী
মোগলাবাজার থানায় প্রযুক্তিনির্ভর পুলিশ সেবাভিত্তিক অ্যাপ ‘জিনিয়া’র উদ্বোধন আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৪:৫৪:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: নিরাপদ ও স্মার্ট সিলেট গড়তে প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা ভিত্তিক অ্যাপ’ ‘এবহরবঅ’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় অ্যাপসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সিলেট অঞ্চলের সিভিল ও পুলিশ প্রশাসনের শীর্ষ কমর্কতারা।
এ প্রসঙ্গে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম সিলেটের ডাককে জানান, এবহরবঅ অ্যাপ গুগল প্লে-স্টোর ও আইওএস থেকে ডাউনলোড করা যাবে। আজ মোগলাবাজার থানায় পরীক্ষামূলকভাবে এটি চালু হবে। পরবর্তীতে অন্যান্য থানা এলাকায় এটি সম্প্রসারিত হবে।
কমিশনার বলেন, প্রাথমিকভাবে অ্যাপটিতে দুটি ফিচার যুক্ত করা হয়েছে। প্রথমটি হলো এসওএস বাটন। যে কোনো বিপদে ক্লিক করলে কন্ট্রোল রুমে স্বয়ংক্রিয়ভাবে তথ্য পৌঁছাবে এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাবে। দ্বিতীয়টি ইনসিডেন্ট রিপোর্টিং। এর মাধ্যমে নাগরিকেরা যেকোনো অপরাধের তথ্য পাঠাতে পারবেন। প্রয়োজনে শুধুমাত্র পুলিশ কমিশনারও এ তথ্য দেখতে পারবেন।
আবদুল কুদ্দুস চৌধুরী জানান, ভবিষ্যতে অ্যাপসটিতে ধাপে ধাপে আরও প্রায় ১৬টি ফিচার চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে থাকবে-সিসিটিভি মনিটরিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্লেষণ, ড্রোন নজরদারি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্লকচেইনভিত্তিক প্রমাণ সংরক্ষণ, এআই–ভিত্তিক আইনি সহায়তা, জিডি ও মামলা লেখার সুবিধা, ট্রাফিক ফাইন প্রদান, জরুরি অ্যাম্বুলেন্স সেবা এবং সাইবার অপরাধ দমনের ব্যবস্থা। কমিশনার বলেন, ‘আমরা মানবিক পুলিশের স্বপ্ন দেখি। এ চিন্তা থেকেই চালু করা হচ্ছে-অ্যাপসটি।’
জানা গেছে, অ্যাপটির মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ মিলবে জরুরি পুলিশি সহায়তা। এতে নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক, প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, সহজ রিপোর্টিং সুবিধাও থাকছে। ভবিষ্যতে এতে শিশু অপহরণ প্রতিরোধ ব্যবস্থা, গৃহস্থালি সহিংসতা প্রতিরোধ, ড্রোন নজরদারি, আইনি সহায়তা এবং ব্লকচেইনভিত্তিক সাক্ষ্য-প্রমাণ সংরক্ষণের মতো আধুনিক সুবিধা যুক্ত করা হবে।
এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: সাইফুল ইসলাম জানান, মোগলাবাজারের খালোমুখ মখদ্দছ কমিউনিটি সেন্টারে আয়োজিত অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজ -উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেটের জেলা প্রশাসক সিলেট মোঃ সারওয়ার আলম ও পুলিশ সুপার সিলেট জেলা মোঃ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করবেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।



