নির্বাচন নিয়ে শঙ্কা নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে- আইনজীবী শিশির মনির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৭:২৭:৩২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বাংলাদেশ সুপ্রিমকোর্টের আলোচিত আইনজীবী শিশির মনির বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। শঙ্কা যেটি আছে, সেটি জুলাই চার্টার নিয়ে। জুলাই চার্টার আগামীকালকে স্বাক্ষর হওয়ার কথা আছে। আগামীকাল ঢাকায় যাবো। শঙ্কাহীনভাবে যেন জুলাই চার্টার স্বাক্ষরিত হয়, সেজন্য আমরা সকলেই চেষ্টা করছি।
বৃহস্পতিবার এমসি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমসি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত অনার্স প্রথম বর্ষের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় শিশির মনির বলেন, এখন মানুষজন বসগিরির রাজনীতি দেখতে চায় না। মানুষজন বন্ধু চায়। যাকে মন খুলে বলতে পারবে, নিজের অসুবিধা জানাতে পারবে এবং নিজেও কিছু শিখতে পারবে। সুতরাং আগের মতো ৩/৪ টা ফোন নিয়ে রাস্তায় চলবে, ছাত্ররাজনীতি করবে, মনে হয় এরকম বাংলাদেশ আর নাই।
শিশির মনির বলেন, বাংলাদেশের ইতিহাসে বিচারপ্রক্রিয়া অনেক এগিয়েছে। সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়ায়, সবচেয়ে দ্রুতগতিতে এগুচ্ছে। সবচেয়ে বড় যেটি মামলা আছে, এই মামলাটা দেখবেন আর্গুমেন্ট প্রায় শেষের দিকে। খুব দ্রুতই এই মামলার রায় ঘোষিত হবে বলে আমরা প্রত্যাশা করি। কারণ রাষ্ট্রপক্ষ এবং প্রসিকিউশনপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন প্রায় শেষের দিকে। আসামী পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে। তারপরে রায়ের দিনক্ষণ নির্ধারণ হবে। একটি কথা বলতে হবে, এই বিচারপ্রক্রিয়ায় যেধরনের স্বচ্ছ, কোয়ালিটিফুল এভিডেন্স তারা হাজির করেছে, বাংলাদেশের ইতিহাসে কোনো ক্রিমিনাল মামলায় এত ভালো এভিডেন্স কেউ কোথাও উপস্থাপন করতে পারে নি।
এমসি কলেজ ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক অলিদ হাসান ও মাজেদ আহমদের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সভাপতি ইসমাইল খান। এই অনুষ্ঠানে এমসি কলেজের অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।




