বেগম জিয়া গ্রেফতার হলেও কিছু নেতার নামে মামলাও হয়নি- এম এ মালিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৫, ৯:০৬:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, যারা মনোনয়ন পাবে, তাদের বিরুদ্ধে অন্তত দুইটি মামলা থাকতে হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা হলো, তাকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছিল। অথচ গত ১৭ বছরে আপনার নামে একটি মামলাও হলো না। যারা বিগত সময় ফ্যাসিস্টদের সাথে আতাত করে মামলা এড়িয়ে চলছেন, দল যেন তাদের মনোনয়ন না দেয়। এছাড়া দল যাকে মনোনয়ন দিবে, সে দলের পক্ষে অবস্থান নিবে।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি জনাব এম এ মালিকের পক্ষ থেকে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প-৪ এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এম এ মালিক বলেন, মানুষের সেবার সাথে নির্বাচনের কোন সুযোগ নেই। আমি সবসময়ই মানুষের জন্য কাজ করে আসছি। দীর্ঘ ১৫ বছর এ দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে কাজে করেছি। আমি মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই। আমার জীবনের শেষ সময়ে মানুষের সেবা করতে চাই। এজন্য যুক্তরাজ্য ছেড়ে এলাকায় এসেছি। এরই ধারাবাহিকতায় আমি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ডিপ টিউবওয়েল স্থাপন এবং শাড়ি ও কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
মালিক আরও বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আমাকে বলেছেন নিজ এলাকায় থেকে দেশসেবা করতে এবং দেশের বাহিরে না যেতে। আমিও কথা দিয়েছি দেশে থেকে দেশ সেবা করবো, আর বাহিরে যাবো না।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, বজলুর রহমান ফয়েজ, তেতলী ইউনিয়ন বিএনপি সভাপতি আজমল আলি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিফতা, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ মিনার হোসেন লিটন প্রমুখ। বিজ্ঞপ্তি




