সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক- ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২৫, ৭:২২:২০ অপরাহ্ন
সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- জুনেদ আহমদ (২৩), সৌমিত্র দত্ত (২৭), নীলা আক্তার (১৮) ও রূপান্তি বিশ্বাস (২০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরান (রহ.) থানাধীন শিবগঞ্জ পয়েন্টস্থ ” গ্র্যান্ড সাওদা” আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ২ জন নারীমহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।




