আলিমে সিলেট আইডিয়াল মাদ্রাসার পাশের হার শতভাগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ৭:৫৬:২৫ অপরাহ্ন
এবারের আলিম পরীক্ষায় মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে সিলেট আইডিয়াল মাদ্রাসা। ৪টি জিপিএ-৫.০০ (এ প্লাস) সহ প্রতিষ্ঠানটি শতভাগ পাস করার কৃতিত্ব অর্জন করেছে।
মাদ্রাসা থেকে এবার আলিম পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এরমধ্যে ৪ জন জিপিএ-৫.০০ (এ প্লাস), ৯ জন জিপিএ-৪.০০ (এ), ৩ জন জিপিএ-৩.৫০ (এ মাইনাস) ও ১ জন জিপিএ-৩.০০ (বি) পেয়েছে।
কৃতিত্বপূর্ণ এ ফলাফলের ব্যাপারে সিলেট আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা এ এইচ এম সোলায়মান বলেন, প্রথমেই এই ফলাফলের জন্য মহান আল্লাহর শোকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রম ও অভিভাবকদের সঠিক গাইডলাইনের ফলে এই সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫.০০ বৃদ্ধির প্রতি আরো বেশি জোর দেয়া হবে। -বিজ্ঞপ্তি




