দিরাই-শাল্লায় ৩১ দফা নিয়ে পাবেল চৌধুরীর বিরামহীন প্রচারণা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৫, ৯:৫৯:২৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল সুনামগঞ্জের দিরাই-শাল্লার সর্বত্র ৩১ দফা নিয়ে বিরামহীন প্রচারণা চালিয়েছেন। প্রতি দিন তিনি বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ লোকজনের মাঝে ছুটে যাচ্ছেন। তুলে দিচ্ছেন ৩১ দফার লিফলেট।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ৩১ দফা নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। তার কর্মসূচিতে ওয়ার্ড, ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ছাড়াও হাওরাঞ্চলের নারী-পুরুষেরা অংশ গ্রহণ করছেন।
সর্বশেষ গত শুক্রবার দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় এমন চিত্র দেখা গেছে।
অ্যাডভোকেট পাবেল চৌধুরী জানিয়েছেন, দলের একজন কর্মী হিসেবে তিনি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। বিগত দিনে দলের দুঃসময়ে যখন হাওরাঞ্চলের এই দু’উপজেলায় কাউকে দেখা যায়নি তিনি তখন মাঠে ছিলেন। অতীতের কার্যক্রম বিবেচনায় তিনি মনোনয়ন পাবেন বলে আশাবাদী। এছাড়াও দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলেও তিনি মেনে নেবেন।
তিনি বলেন, আমি দিরাই-শাল্লায় ধানের শীষের প্রার্থীর বিজয়ের জন্যে কাজ করে যাব। ধানের শীষের জন্যে সবার ঘরে ঘরে যেতে হবে। বসে থাকার সুযোগ নেই।
জানা গেছে, চলতি মাসের ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দুর্গাপূজায় দিরাই-শাল্লার ১০৭ টি পুজামন্ডপের মধ্যে ৮২ পুজামন্ডপ স্বশরীরে পরিদর্শন করেন। ৭ অক্টোবর মঙ্গলবার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
৮ অক্টোবর বুধবার শাল্লা উপজেলার শাল্লা সদর ইউনিয়নের সাতপাড়া বাজারে জনসভা এবং ১৪ অক্টোবর মঙ্গলবার দিরাই উপজেলার শ্যমাাচর বাজারে ৩১ দফায় লিফলেট বিতরণ এবং সমাবেশে অংশ গ্রহণ করেন।
১৬ অক্টোবর বৃহস্পতিবার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে একেবারে তৃণমূল পর্যায়ের মানুষদের মাঝে ৩১ দফা তুলে ধরেন।




