বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের ১৩তম গভর্ণিং বডির সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ১২:০২:৪৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের ১৩তম গভর্ণিং বডির সভা গতকাল শনিবার দুপুর ১২টায় কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবী ও দেশ-বিদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর ড. রাগীব আলীর সভাপতিত্বে গভর্ণিং বডির সভায় অনলাইনে ঢাকা থেকে যুক্ত হন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব ফারজানা মান্নান, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর ডেপুটি রেজিস্ট্রার নিলুফার ইয়াসমিন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট এর ডিন অধ্যাপক ডা. মো: নাজমুল ইসলাম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, সিলেট এর সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম মাওলা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট এর অধ্যাপক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহির আহমদ, উদ্যোক্তা প্রতিনিধি জনাব আব্দুল হাই ও দেওয়ান সাকিব আহমেদ, অভিভাবক প্রতিনিধি রাসেল আহমদ এবং কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব অঞ্জলী রানী দেব, শিক্ষক প্রতিনিধি উপাধ্যক্ষ রেক্সোনা জামান ও সহকারী অধ্যাপক ইসরাত নাঈমা।




