সিলেটে ৫০ কেজি গাঁজাসহ আটক-৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৭:০২:৫১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা থেকে ৫০ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ।
আটককৃতরা হলেন- হবিগঞ্জের মাধবপুরের ভান্ডারুয়ার মৃত কাশেম আলীর ছেলে মো. আইয়ুব আলী (৬৭), গাজীপুরের কালিয়াকৈইরের বাশতলীর মৃত নুর মোহাম্মদের ছেলে মো. আবুল হাসেম (৪৩), কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সিদলাইয়ের মৃত সেকান্দার আলীর ছেলে আতাউর রহমান (৫৭) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামাবাদের মৃত আলকাস মিয়ার ছেলে নজরুল (৫২)।
র্যাব-৯ জানায়, রোববার সকাল সাড়ে ৭ টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারস্থ পপুলার স-মিল এন্ড ফার্ণিচারের সামনে পাঁকা রাস্তার উপর পৌছে চেকপোষ্ট কার্যক্রম পরিচালনা করাকালে সিলেটগামী একটি টয়োটা ক্লুজার গাড়িকে থামানোর সংকেত দিলে গাড়িটিকে থামিয়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যাক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তারা পালানোর চেষ্টা করে। এসময় তাদেরকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। তখন তাদের হেফাজতে থাকা টয়োটা ক্লুজার গাড়ির ভিতর পিছনের সিটে রক্ষিত ৪টি প্লাষ্টিকের বস্তা এবং একটি কাপড়ের ব্যাগের ভিতর খয়েরী রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে উক্ত গাঁজার ক্রয় বিক্রয়ের সাথে জড়িত অপর ১ জনকে দক্ষিণ সুরমা থানাধীন বাইপাস রোড এলাকা থেকে আটক করা হয়।
তখন তারা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ক্রয় বিক্রয় করে আসছে।
কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক তাদের ও জব্দকৃত আলামত এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।




