সিলেটে হকারের পর সিএনজি-লেগুনা চালকদের সর্তক করলেন জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০২৫, ৭:০৯:০৫ অপরাহ্ন
সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে হকার উচ্ছেদ করা হলেও সিএনজি ও লেগুনা চালকদের সড়ক দখল না করে যাত্রী উঠানো ও নামাতে সর্তক করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
আজ রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় জিন্দাবাজার এলাকায় হকার উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।
এসময় ডিসি মো. সারওয়ার আলম বলেন, নগরীর যানজটমুক্ত করতেই আমরা মূলত হকারদের উচ্ছেদ করেছি এখন রাস্তাঘাট দেখতে সুন্দর লাগতেছে তবে এই হকার উচ্ছেদের সুবিধায় যদি সিএনজি ও লেগুনা চালক যদি সড়ক দখল করে আবারও নাগরিক দুর্ভোগ সৃষ্টি করেন তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তাদের জন্য নির্ধারিত স্ট্যান্ড রয়েছে সেখানেই তারা যাত্রী তুলবেন এবং নামাবেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।




