সুরমা বাইপাস পয়েন্টে ভারতীয় শাড়িসহ কাভার্ড ভ্যান আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ৪:০২:০৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট নগরীর সুরমা বাইপাস পয়েন্টে ২ হাজার ৭১ পিস ভারতীয় শাড়িসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ।
গতকাল রোববার সকাল ৮টার দিকে শহপরান(রহ.) মাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি আটক করে। এসময় ২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার আনজব আলীর ছেলে আজির উদ্দিন (৫৫) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চর সাদিপুর গ্রামের নাসির এর ছেলে মোহাম্মদ রয়েল ইসলাম(২৮)।
জানা যায়, শাহপরান (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের টুআইসি এসআই সোহেল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সসহ সুরমা বাইপাস পয়েন্টে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করেন। এসময় সন্দেহজনক পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান থামানোর সংকেত দেয়া হয়। পরে তল্লাশী করে ২ হাজার ৭১পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত ভারতীয় শাড়ির আনুমানিক মূল্য ৭১ লক্ষ ৬ হাজার টাকা।




