জবি ছাত্রদল নেতার হত্যার প্রতিবাদে শাবিতে বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ৪:২২:০৫ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
রবিবার রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
এর আগে, গোলচত্বর থেকে কিলোরোড হয়ে প্রধান ফটক পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে তারা “জিয়ার সৈনিক এক হও, লড়াই করো”, “জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ”, “অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে”, “ক্যাম্পাসে লাশ পড়ে, ইন্টেরিম কী করে” ইত্যাদি স্লোগানে দেন
সমাবেশে শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, “জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে একের পর এক ছাত্রদল নেতাকর্মীরা হত্যার শিকার হচ্ছেন। এসব হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। আমরা প্রশ্ন করতে চাই, দেশে কি বিচার ব্যবস্থা এখনো কার্যকর আছে?”
তিনি আরও বলেন, “গত কয়েকদিনে দেশে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেছে। তার মধ্যেই জুবায়েদকে হত্যা করা হলো। আমরা ইন্টেরিম সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই—আপনারা যদি সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারেন, তবে আপনারা ক্ষমতা থেকে সরে দাঁড়ান এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করুন।”
সমাবেশে আরও বক্তব্য দেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান, যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান, অর্থ সম্পাদক তারেক রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান প্রমুখ।




