ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনকালে ৪ টি বারকি নৌকাসহ আটক- ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ৪:৩৭:৩৯ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৪টি বারকি নৌকাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে এই অভিযান চালানো হয়।
আটককৃত সিরাজী (৪৫) কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ডাকঘর গ্রামের আছদ্দর আলীর ছেলে।
পুলিশ জানায়, ধলাই সেতুর নিচ থেকে প্রায়ই বালু উত্তোলন করে কতিপয় দুষ্কৃতিকারীরা। যে কারণে সেতুটি এখন ঝুঁকির মধ্যে রয়েছে। পরে সোমবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে ৪ টি নৌকা আটক করা হয়। এসময় বালু উত্তোলন কাজে জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করা হয়। আর বাকিরা পুলিশ দেখে নৌকা রেখে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ধলাই সেতু রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজ একজনকে আটক করা হয়েছে আর বাকিরা নৌকা রেখে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




