নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এসএমপির ৩ নির্দেশনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ৫:১২:৫৯ অপরাহ্ন
সিলেট নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে ৩ টি নির্দেশনা দিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানান সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিলেট মহানগরী এলাকায় রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু হতে ২৫ গজ পর্যন্ত পার্কিং নিষিদ্ধ করা হলো; দুই লেনের সড়কে কোন ধরনের পার্কিং করা যাবে না এবং নির্ধারিত পার্কিং এ সিংগেল লাইনে অনুমোদিত সংখ্যক যানবাহন রাখতে হবে।
সেখানে আরও উল্লেখ করা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশ আইনের ২৭(১) ধারা মতে ফুটপাত ও সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি দণ্ডনীয় অপরাধ। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




