গোয়াইনঘাটে সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৭:৩৯:২৩ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গোয়াইনঘাট উপজেলায় তামাবিল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে জাফলং থেকে সিলেটগামী পূর্ব মোহাম্মদপুর শ্রমিকঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম জাফলংয়ের নয়াবস্তি এলাকার শফিক মিয়ার ছেলে।
তামাবিল হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে নজরুল ইসলাম তার মোটরসাইকেলযোগে জাফলং মামার বাজার থেকে তামাবিল অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত নজরুলকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে এবং নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে জাফলং-সিলেট সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




